
দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুজনকে আটক করায় মিজানুর রহমান ও সাবুল মিয়া নামের দুই বিএনপির কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে চলাচলের সময় একটি পিকআপ ভাঙ্চুর করেছে পিকেটাররা।
এর আগে সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।
এছাড়া সিলেট নগরী দক্ষিণ সুরমাসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। তারা বিক্ষোভ প্রদর্শন ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পিকেটারদের প্রতিহত করছে। এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ বিএনপির। এক ভিডিও বার্তায় জেলা বিএনপির সভাপতি আইনশৃঙ্খলা বাহিনীর আগ্রাসী তৎপরতা বন্ধের আহবান জানান।
এদিকে অবরোধের কারণে কদমতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া আঞ্চলিক রোডে কোন বাস চলাচল করতে দেখা যায়নি।
সিলেট নগরী ও অন্যান্য সড়ক যান চলাচল স্বাভাবিক দিনের তুলনা অনেক কম ছিল। কিছু রিক্সা, সিএনজি অটো রিকশা চলাচল করলেও ব্যাক্তিগত যান চলাচল ছিলো একেবারেই কম। নগরের দোকানপাট বিপনী বিতান বন্ধ রয়েছে।