সিলেটপোস্ট ডেস্ক::ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক দলের মহা সমাবেশ থেকে সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে ব্যাপক ভাংচুর, হামলা এবং গাড়ীতে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করে। এরই প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট রেজিষ্টারী মাঠে সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আইডিইবি ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট বিভাগীয় শহরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ এর পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, প্রকৌশলী মইনুল ইসলাম চৌধুরী, মো. জাহিদুর রহমান খান, মো. তাজুল ইসলাম, উজ্জল কুমার দে, প্রকৌশলী মো. সাইদুর রহমান, প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মো. উজ্জল বখত, সালাহ উদ্দিন আহমদ, মো. জসীম উদ্দিন, হাবীবুর রহমান, খাইরুল ইসলাম, আব্বাস আলী ফয়ছল, প্রকৌশলী মো. ওবায়দুল হক, জাবেদ আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ঢাকাস্থ আইডিইবি ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচী করার অধিকার সবার রয়েছে। তবে পেশাজীবী সংগঠনের অফিসে এ ধরনের হামলা নিন্দাজনক। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহবান জানান।