সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে হরতাল চলাকালে পুলিশের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ১৬ নং ওয়ার্ড কউমিনিটি পুলিশের সভাপতি আব্দুল মোমিন।
বুধবার (১ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, পুলিশ সাধারণ জনগণের আস্থার প্রতীক, সাধারণ মানুষের বন্ধু। সেই পুলিশের উপর হামলা, জানে মেরে ফেলা এটা কোন আন্দোলনের প্রক্রিয়া হতে পারেনা। যেই পুলিশ নিজ পরিবার পরিজন রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষে নিরাপত্তার কথা ভেবে দিন রাত সেবা দিয়ে যাচ্ছে সেই পুলিশের উপর হামলা এটা মেনে নেওয়া যায়না।
তিনি আগামীতে যারা এমন ন্যক্কার হামলার চিন্তা ভাবনা করবে তাদের দাতভাঙ্গা জবাব দিতে কউমিনিটি পুলিশকে সদা সর্বাদা প্রস্তুত থাকার অনুরোধ জানান।