সিলেটপোস্ট ডেস্ক::দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ (ফজলু)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
০২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ (ফজলু)।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাখাল চন্দ্র রায়’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান এসএ শফি, কাতার প্রবাসী আব্দুল মন্নান আখতার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাংকর দেবনাথ, সহকারি শিক্ষিকা আফরোজা বেগম ফাতেমা, শিক্ষক আব্দুল কুদ্দুস, আরিফ রব্বানী, দুলাল হোসেন, শিহাব বক্স তোফায়েল, সুমন কুমার সিং। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজীর আহমদ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শাহী তানিয়া বেগম, তামিমা বেগম, রাহিমা বেগম, সাদিয়া বেগম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।