মীর শোয়েব, জৈন্তাপুর::সিলেট জেলা পুলিশ অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সিলেটের সবক’টি থানায় পুলিশ নিরলস ভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছেন।
বিভিন্ন থানায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ,খুন,ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সিলেট জেলা পুলিশ গুরুত্ব দিয়ে আসছে।
এসব অভিযানের ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর সোমবার রাত ১০টার দিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনায় ও উপস্থিতি’তে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান করেন।
অভিযানে নিজপাট ইউপি’র বাংলাদেশ-ভারত সীমান্তের ডিবির হাওর (কদমখাল) এলাকার স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন’র বসতবাড়ির সামনের কাঁচা রাস্তা সংলগ্ন স্থান থেকে ৭০ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ উদ্ধার সহ ১টি পিকআপ গাড়ি
আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় মাদক উদ্বারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।