
এসব গ্রেফতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জেলা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মামলা-হামলা ও গ্রেফতার-নির্যাতন করে চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যতায় জনরোষে পড়ে সরকারকে করুন পরিণতি ভোগ করতে হবে।