অবরোধ সফল করায় সিলেটবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ বলেন, সরকারের পদত্যাগের একদফা দাবীতে চলমান ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবীতে মুক্তিকামী মানুষ সিলেটের সর্বত্র সর্বাত্মক অবরোধ কর্মসূচি শতষ্ফূর্তভাবে পালন করেছেন, এজন্য সিলেটবাসীর প্রতি বিএনপি কৃতজ্ঞ।
আগামী দিনেও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সিলেটবাসী অতিতের মতো বিএনপির পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।