সিলেটপোস্ট ডেস্ক::আজ (১০নভেম্বর শুক্রবার) সিলেট বৌদ্ধ বিহারে ”সিলেট বৌদ্ধ সমিতির” উদ্যোগে দিনব্যাপী দানশ্রেষ্ট দানোত্তম কঠিন চীবর দান অনুষ্টিত হবে। কঠিন চীবর দান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমান সময়ের বৌদ্ধ আলোক বর্তিকা প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেট বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের।
দিনব্যপী অনুষ্ঠান সকাল ৭ ঘটিকায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে এবং বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিকখ্ার দান, সমবেত প্রার্থনা, ধর্মদেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কঠিন চীবর দান উৎসর্গের মাধ্যমে সমাপনী হবে। এতে সিলেটে অবস্থানরত সকল বৌদ্ধ সম্প্রদায় ও সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশুতোষ বড়ুয়া ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।