সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজ সরকারি হওয়ার পর প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মাহবুবুর রহমান। বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সর্ব্বানী অর্জুনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
সকালে এ উপলক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের।
শিক্ষক পরিষদ। শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা। অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে প্রফেসর মাহবুবুর রহমান কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। বলেন, কলেজের ঐতিহ্য ধরে রাখতে আমি আমার সর্বোচ্চ শ্রম ও প্রচেষ্ঠা দিতে চাই। সিলেট তথা সারা দেশে কলেজের সুনাম ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সবাই মিলে চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, এই কলেজের শিক্ষকরা বিজ্ঞ ও প্রজ্ঞাবান। শিক্ষার্থীরা তাদের জ্ঞান থেকে সামান্যটুকু গ্রহণ করতে পারলে তারা মানব সম্পদে পরিণত হবে। এটি হলে সিলেট তথা দেশ মেধাবী প্রজন্ম উপহার পাবে।
কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুনের সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্ত দাশ।
পরে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রফেসর মাহবুবুর রহমান ১৪’শ বিসিএসে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি এমসি কলেজে দীর্ঘদিন সুনামের সাথে রসায়ন বিভাগে শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার সদর উপজেলায়। সরকারি মদনমোহন কলেজে যোগদানের আগে তিনি নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
পঠিত : 2
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন