সিলেটপোস্ট ডেস্ক::সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফে ুগঞ্জ ও বালাগঞ্জ) তৃণমূল নারীদের সঙ্গে মতিবিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী মুহাম্মদ মনির হোসাইন।
‘জাগ্রত নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমার বদিকোনাস্থ প্রগতি উচ্চবিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ মতিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মনির হোসাইন বলেন- একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশে নারীদের ক্ষমতায়ন করেছে, মর্যাদা বৃদ্ধি করেছে। সমাজে যা কিছু কল্যাণকর, তার অর্ধেক নারীরাই করে থাকেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তঁার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দঁাড়িয়েছে।
তিনি আরও বলেন- সিলেট-৩ আসনে আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পাই এবং আপনাদের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হই তবে নারীসমাজের উন্নয়নে অধিকতর গুরুত্ব দিবো।
‘জাগ্রত নারী উন্নয়ন সংস্থা’র জেলা কমিটির সভাপতি সুমি আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা বেগমের পরিচালনায় মতবিনিয়সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম, মনির হোসাইনের সহধর্মিনী শাকিলা চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ কায়েছ চৌধুরী, সাংবাদিক রেজাউল হক ডালিম ও যুবলীগ নেতা দুলাল আহমদ।
‘জাগ্রত নারী উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম শান্ত, সিলেট বিভাগীয় কমিটির সহসভপতি রত্মা বেগম, বিভাগীয় সমন্বয়ক রুকনে আলম চৌধুরী, জেলা কমিটির সহসভাপতি শিরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি বেগম ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লাকি বেগম।