সিলেটপোস্ট ডেস্ক::বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত (৮ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান উল্লাহ মনি ও সাধারণ সম্পাদক অভি চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে রোটারিয়ান বিকাশ কান্তি দাস-কে সভাপতি ও এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. আলমগীর হোসেন, প্রকৌশলী নিতাই চন্দ্র পাল, কৃপেশ রঞ্জন দাস, এডভোকেট পংকজ দাস, এডভোকেট শিশির কুমার রায়, এডভোকেট বকুল দেব, মলয় তালুকদার, আজিজুল হক রানা, হেমেন্দ্র কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন দাস, জগৎ জ্যোতি দাস টুটুল, ফাহাদুল ইসলাম অনিক, বিশ্বদীপ লাল দাস, অর্থ সম্পাদক নির্মলেন্দু দেব লিমন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, মিন্ঠু ঘোষ, মো. মনসুল আলম নিরব, দপ্তর সম্পাদক মিলন কান্তি দাস, কৃষি ও সমবায় সম্পাদক সুপার্থ তালুকদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অতীশ ভুষণ তালকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মসিবুর রহমান সুহাগ, আইন বিষয়ক সম্পাদক বাপ্পা গোস্বামী, মানবাধিকার বিষয়ক সম্পাদক অমিত কুমার দেব বাসু, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক দিপন দাস তরুণ, তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসাইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ঝর্না রায়, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝুমুর আক্তার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাপ্পা রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক সঞ্জয় কান্তি দেব, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক তূষা মল্লিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিপন রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যীশু কৃষ্ণ দেব জনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অপূর্ব বৈদ্য, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এডভোকেট সৌমিত্র চক্রবর্তী (শিক্ষানবীশ), সদস্য ফরিদা ইয়াছমিন, ধিমক দেব, অজয় শাহা, এডভোকেট রত্না রানী দাস (শিক্ষানবীশ), মানসী রায়, মো. শহীদুল্লাহ, পিন্টু চন্দ্র, অলক দেব, লাবনী বর্মন, জিতু চন্দ, সর্বরাজ বন্ধু দাস, লতিফা আক্তার, সুমি মালাকার, রীতা দে, মুন্না সরকার।