শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র গোয়াইপাড়া ও ইলেকট্রিক সাপ্লাই ইউনিট কমিটি গঠন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে গোয়াইপাড়া ও ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর ) সন্ধ্যায় ইলেকট্রিক সাপ্লাই এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজি নং ১২০৬৮) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক পত্রে হাবিজুর রহমান হাফিজ সভাপতি ও ইস্তিয়াক আহমদ মাহিন কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি শাহিন কাদির নুর, সহ-সভাপতি নাজমুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজাম্মিল আলী, সাংগঠনিক সম্পাদক রজিব আহমেদ,প্রচার সম্পাদক আহমেদ শিপন,ক্রীড়া সম্পাদক আশরাফুল, অর্থ সম্পাদক হাফিজ আহমেদ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামিল আহমেদ,আইন বিষয়ক সম্পাদক লোকমান আহমেদ,সমাজ সেবা বিষয়ক সম্পাদক কলি আক্তার,সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী,ছাত্র বৃত্তি সম্পাদক মামুন আহমেদ,সদস্য সাব্বির আহমেদ প্রমুখ।