লেখালেখির ব্যাপারে ব্যাপক অধ্যয়ন ও নিষ্ঠা প্রয়োজন-মোয়াজ আফসার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::‘লেখালেখির ব্যাপারে ব্যাপক অধ্যয়ন ও নিষ্ঠা প্রয়োজন। এক্ষেত্রে রবীন্দ্রনাথকে দেখতে পাই, কবিতা সংশোধন করতে করতে তা একসময় ছবিতে রূপ নিয়েছে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৬৬ তম সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে সাইক্লোনের সাবেক সভাপতি ও ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার এ কথা বলেন। সাইক্লোনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সলের সঞ্চালনায় গত সোমবার (২০.১১.২০২৩) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় লেখাপাঠ ও আলোচনা অংশ নেন শিল্পী বিমান বিহারী বিশ^াস, প্রকৌশলী কবি ইফতেখার শামীম, কবি কামাল আহমদ, রোটারিয়ান আবদুল মুহিত, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, মনিরুজ্জামান প্রমূখ।