দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনি ধি::বৃত্তি পরীক্ষা আয়োজনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ‘দোয়ারাবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতির বিরুদ্ধে। এছাড়াও উপজেলা শিক্ষা অফিস হতে বৃত্তি পরিক্ষার প্রশ্ন আসবে এমন মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে কথিত এই কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে।
অনুসন্ধানে উঠে এসেছে, শনিবার ২৫ নভেম্বর বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। কিন্তু এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে বৃত্তি পরিক্ষার প্রশ্ন আসবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলেও উপজেলা শিক্ষা অফিস এবিষয়ে কিছুই জানেন না। এ নিয়ে উপজেলাজুড়ে নানারকম বিতর্ক শুরু হয়েছে।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষায় প্রায় ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেনীর কয়েকশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে শিক্ষার্থীর কাছ থেকে ২শ’ টাকা করে অর্থ আদায় করেছে কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
এদিকে পরীক্ষার প্রশ্ন তৈরি থেকে শুরু করে,পরিক্ষার অতিরিক্ত ফি আদায়, হল পরিদর্শক পর্যন্ত সার্বিক প্রক্রিয়া নিয়েও রয়েছে বিতর্ক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়,মুজিবুর রহমান উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নাম পুঁজি করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। নিজে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতির পদ ধরে রেখেছেন। এসোসিয়েশনের সদস্য পদ দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিন্ডারগার্টেনের কাছ থেকে অর্থ আদায় করা হলেও তার কোন হিসেব দিতে রাজি নয় কথিত এই সভাপতি মুজিবুর রহমান।
এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি মুজিবুর রহমান জানান,উপজেলা শিক্ষা অফিস থেকে আগামীকালের বৃত্তি পরিক্ষার প্রশ্ন দেওয়া হচ্ছে। ২”শত টাকা ফি খরচ বাবদ নেওয়া হচ্ছে।
এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা জানান,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষার প্রশ্ন শিক্ষা অফিস থেকে দেওয়া হচ্ছেনা। এটি চরম মিথ্যা। এসোসিয়েশন সভাপতি দাওয়াত করেছে আমরা সময় পেলে যাবো।
পঠিত : 78