সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি::সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্ত এলাকার স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে  চোর চক্র ও মাতালদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। এতে করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বাশতলা (হক নগর) এলাকায় বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 এনিয়ে প্রায় সময় সীমান্ত এলাকায় খাসিয়াদের সাথে গুলাগুলির ঘটনাও ঘটছে। রোববার বিকেলে সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করায় উপজাতি খাসিয়াদের গুলিতে আহত হয়েছেন কামাল হোসেন (২২) নামে চোর চক্রের এক সদস্য।
সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনী গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে চোর চক্রের সদস্য কামাল হোসেনসহ ৩ জন ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে বাংলাদেশের সীমান্ত ১২৩১/৫ এস দিয়ে ভারতে সুপারি চুরির লক্ষ্যে ৩০০ গজ ভিতরে ভারতের লংথাই ও মৌলা এলাকায় চুরি করতে যায়। এসময় সুপারি চুর খাসিয়াদের গুলিতে কামাল হোসেন আহত হয়। ঘটনার পর চোর চক্রের সহযোগীরা তাকে উদ্ধার করে একটি মোটরসাইকেলে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে, একইদিন বিকালে বাঁশতলা (হক নগর) শহিদ স্মৃতি সৌধ এলাকায় মদ পান করে এক মাতালামী করে হামলার ঘটনাও ঘটেছে। এরই সূত্র ধরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুটি পক্ষ লাটিসোটা  নিয়ে মারমুখী অবস্থান নেয়। খবর পেয়ে সীমান্তবর্তী বাঁশতলা বিওপি (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা বাঁশতলা, ঝুমগাঁও, কলোনী ও পেকপাড়া এলাকার বেশ কয়েকজন উঠতি বয়সী যুবক অবৈধ ভাবে ভারতীয় সীমানায় নিয়মিতই অনুপ্রবেশ করে। তারা সুপারী, মদ, গরুসহ নানা জিনিস চুরি করে দেশে নিয়ে আসছে বলেঅভিযোগ রয়েছে।
এসব চোর চক্রের বিরুদ্ধে বাঁশতলা (হক নগর) এলাকায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ারও একাধিক ঘটনা ঘটেছে।
 দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদরুল হাসান খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এবিষয়ে খোঁজ-খবর নেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.