সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

মনিপুরিদের উন্নয়নে  সহযোগিতা অব‌্যাহত থাকবে- পররাষ্ট্রমন্ত্রী

সিলেটপোস্ট ডেস্ক::মাহা বাংলাদেশ আন্ত: মনিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন এমপি।

১ ডিসেম্বর ( শুক্রবার) বিকালে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরনি অনুষ্ঠানে  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  সিসিক মেয়র  আনোয়ারুজ্জান চৌধুরী, সিলেট  জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট  জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ,  বিপিকেপি যুক্তরাজ্য শাখার আইন সম্পাদক নীলমনি সিংহ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-তথ্য  ও প্রযুক্তি সম্পাদক বিনয় ব্যানার্জি।

বাংলাদেশ মণিপুরী স্পোটর্স এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পররাষ্ট্রমন্ত্রী  আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাধুলার ব‌্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে।

তাই মাদকবিপথগামী থেকে যুব সমাজকে রক্ষা করার জন‌্য শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সেজন‌্য দেশ সমাজের স্বার্থে  খেলাধুলাকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী জানান সিলেটে ৪ টি খেলার মাঠ বানানোর পরিকল্পনায় ইতোমধ‌্যে ২টি মাঠের অনুমোদন হয়েছে ।

প্রতিযোগিতার ফাইনালে ‘কমপ্রত‌্যাশা নহারোল ক্লাব ভানুগাছ’ ট্রাইব্রেকারে ‘পাথারি এক্সপ্রেস বড়লেখাকে’ ৪-১ পরাজিত করে চ‌্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

ফাইনালের ম‌্যান অব দ‌্য ম‌্যাচ এবং ম‌্যান অব দ‌্য টুর্নামেন্ট হয়েছেন নুংশি থৈবাসেরা গোলকিপারের  পুরস্কার পেয়েছেন  নিরোদ শর্মা।

খেলা শেষে সন্মানিত অতিথিবৃন্দ টুর্নোমেন্টে চ‌্যাম্পিয়নরানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ মণিপুরী স্পোটর্স এসোসিয়েশনের সভাপতি অজয় সিংহের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব‌্য দেন সহসভাপতি রাজীব সিংহ । অনুষ্ঠানে অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হান্নান, সিসিক মেয়রের পিআরও সাজলু লস্কর প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.