সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের মোগলাবাজারে ভোটাদের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
তিনি শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট-৩ আসনের মোগলাবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এর পূর্বে তিনি মোগলাবাজারস্থ রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময়কালে আতিকুর রহমান আতিক বলেন, এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনাদের দোয়া ও সমর্থন দিয়ে আমাকে এই আসনে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করি আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন।
গণসংযোগকালে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসান আহমদ, এনামুল কবির, সুমন শাহ, মুন্না আহমদ, আলী হোসেন, জমির আলী, জুয়েল আহমদ, জায়েদ আহমদ প্রমুখ।