সিলেটপোস্ট ডেস্ক::সিআইপি (কমার্শিয়াল ইমপোটেন্ট পার্সন) সম্মাননায় ভূষিত হয়েছেন মাসালা বাজার এর কর্ণধার এবং ইউরো ফুডস গ্রুপ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শাহ সেলিম হোসেন।
জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে সিআইপি শাহ সেলিম হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেন।
শাহ সেলিম হোসেন এর আগে রফতানি বানিজ্যে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক গোল্ড মেডেল অর্জন করেন।
শাহ সেলিম হোসেন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১৬ টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্য ও পোষাক সফলতার সাথে রফতানি করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।
এদিকে, শাহ সেলিম হোসেনের সিআইপি সম্মানে ভূষিত হওয়ায় মাসালা বাজার পরিবার ও ইউরো ফুডস গ্রুপ বাংলাদেশ (অপারেশন) তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।