সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেট এর দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহা সম্মেলন ও সিলেট বিভাগ ভিক্তিক ক্বিরাত প্রতিযোগিতা ও আকর্ষণীয় ইসলামী শিশুশিক্ষা প্রদর্শনী ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি জামেয়া ময়দানে অনুষ্ঠিত হবে। ১ম দিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ও ২য় দিন বেলা ২টায় থেকে পরদিন ফজর পর্যন্ত বাদ আখেরী মোনাজাত।
বার্ষিক ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদ্দ্দুীন আহমদ।
১ম দিন বয়ান পেশ করবেন মাওলানা সিরাজুল ইসলাম, মিরপুরী, মাওলানা শেখ বদরুল আলম হামিদী, বরুনা, মুফতি আবুল হাসান, জকিগঞ্জ।
২য় দিন প্রধান অতিথির বয়ান পেশ করবেন, শায়খুল মাশায়িখ মাওলানা আব্দুল মতীন বিন হুসাইন, ঢাকা। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন মাওলানা ওমর ফারুক, সন্দিপী, মুফতি ওয়ালীউল্লাহ আজাদী, ঢাকা, মাওলানা লুকমান সাদী, ঢাকা, মাওলানা নুরুল হক, নবিগঞ্জী।
উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ ২৩ ও ২৪ জানুয়ারি বার্ষিক ইসলামী মহা সম্মেলন সফলে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।