কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৫:০০ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর রামাযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ০৩ মার্চ সোমবার বাদ যোহর প্রধান কেন্দ্র নগরীর ঘাসিটুলা মজুমদাপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় অনুষ্টিত হয়।
বোর্ডের মহাপরিচালক শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী বিলাল আহমদ এর পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বোর্ডের সহকারী মহাপরিচালক মাওলানা ক্বারী মুফতি সিকন্দর আলী, বোর্ডের অন্যতম প্রশিক্ষক সাত ক্বেরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ, বোর্ডর শুরা পরিষদের অন্যতম সদস্য ও ফয়জুল হক জামে মসজিদের সহকারী মোতাওয়াল্লী শেখ মোহাম্মদ মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মাহিদ আহমদ, বোর্ডর শুরা পরিষদের অন্যতম সদস্য ও ফয়জুল হক জামে মসজিদের অন্যতম সদস্য আতিকুর রহমান লিপু, ফয়জুল হক জামে মসজিদের কোষাধ্যক্ষ্য বাবলু আহমদ, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা ক্বারী ছাইদুর রহমান, মাওলানা ক্বারী হাফিজ মাহফুজুর রহমান চৌধুরী, মাওলানা হাফিজ সামছুজ্জামান, মাওলানা ক্বারী জয়নাল আবেদীন, মাওলানা ক্বারী আমির হামযা প্রমূখ।