সংবাদ শিরোনাম
বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «  

আটাব সম্মিলিত ফোরামকে বিজয়ী করার আহবান এম শাহাদাত হোসাইন তসলিম

সিলেটপোস্ট ডেস্ক::আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাব এর সভাপতি ও আটাব সম্মিলিত ফোরামের প্রতিষ্টাতা ও আহবায়ক এম শাহাদাত হোসাইন তসলিম বলেছেন ইমেজ সংকট থেকে উত্তোরনের লক্ষে সৎ সাহসী নির্লোভ ও কর্মঠ ব্যক্তিদের নিয়ে গঠিত আটাব সম্মিলিত ফোরাম মনোনীত ফরিদ আহমেদ মজুমদার নেতৃত্বাদীন পূর্ন প্যানেলকে বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন বানিজ্য সংগঠনের মূল কাজ তার সদস্যদের অধিকার ও উন্নতির জন্য সরকারের সাথে কাজ করার। তাই আটাব সদস্যদের উন্নয়ন কল্পে ব্যবসায়ীদেও কল্যানে ট্রেভেল ট্রেডকে সম্মানজনক স্থানে নিতে ফরিদ আহমেদ মজুমদার নেতৃত্বাদীন পূর্ন প্যানেলকে বিজয়ী করার আহবান জানান।

আটাব নির্বাচন ২০২৩-২০২৫ উপলক্ষে আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

২২ ফেব্রæয়ারী রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে প্যানেল পরিচিতি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাব এর সভাপতি ও আটাব সম্মিলিত ফোরামের প্রতিষ্টাতা ও আহবায়ক এম শাহাদাত হোসাইন তসলিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আটাব সম্মিলিত ফোরাম মনোনীত সিলেট আঞ্চলিক প্যানেল প্রধান মোতাহার হোসেন বাবুল।  রিয়েল ট্রেভেলস লিংক এর প্রোপাইটার আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটাবের সাবেক যুগ্ম মহাসচিব সায়েম মোঃ হাছান, সাবেক মহাসচিব মাজহারুল হক ভ’ইয়া, বায়রার যুগ্ম মহাসচিব আকবর হোসেন মন্জু, হাব এর সিনেয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব সরাফতি, হাব এর প্রতিষ্টাতা সহ সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার, হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, হাব এর সাবেক সভাপতি আব্দুস শাকুর, হাব সিলেট জোন এর সাবেক চেয়ারম্যান মনসুর আলী খান, আবুল কাসেম,আব্দুল গফুর , জহিরুল কবির চৌধুরী শীরু প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়স উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্যে আটাব সম্মিলিত ফোরাম মনোনীত প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার বলেন, যে কমিটি আর্থিক অনিয়মের কারনে ২ বৎসর যাবৎ এজিএম করতে পারেনি তাদের পরিহার কওে দূর্নীতিমুক্ত আটাব গঠনে আটাব সম্মিলিত ফোরামকে পর্ন প্যানেলে বিজয়ী করার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.