সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে বিভিন্ন স্থানে ভ্যানে করে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা আর তাতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বিক্রেতারা। প্রতিদিন তারা আয় করতে পারছেন কমপক্ষে ৭শ’ থেকে এক হাজার টাকা। আর তাতে খেয়ে পড়ে মোটামুটি ভালই আছেন সবাই।
এ ব্যাপারে কথা হয় ভ্যানে করে ফুল ও ফলের চারা বিক্রেতা মোঃ আরশ আলী আলীর সাথে। তিনি জানান, গত ছয় বছরের থেকে এ বছর ব্যবসা একটু ভালো। তার কাছে সবনিম্ন ৪০ টাকার মধ্যে গাঁদা ফুলের চারা রয়েছে। গাঁদাফুল ছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ফুল তার কাছে পাওয়া যাচ্ছে। তাছাড়া ফুলের পাশাপাশি আপেল, আমসহ বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করছেন তিনি। এগুলোর বেশিরভাগই হাইব্রিড। শহরে এসব গাছের চাহিদা বেশি এবং অল্প একটু জায়গাতেও এই গাছগুলি বেড়ে উঠতে পারে।
যদিও এ সমস্ত ফুলের স্থায়িত্ব থাকে মাত্র দুই থেকে তিন মাস। তারপরও লোকজন তার কাছ থেকে চারা কিনছে। কেউ চারাগুলি লাগাচ্ছেন বাড়ির আঙিনায়, বারান্দায়, কেউবা ব্যস্ত রয়েছে ছাদ বাগানে।
এদিকে শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত ফুলের চারা বিক্রি হচ্ছে তার বেশিরভাগই হাইব্রিড। আর এ সমস্ত ফুল গাছগুলো যারা কিনছেন তারা শখের বসে কিনছেন।
এ ব্যাপারে অনেকের মন্তব্য হচ্ছে ৩০-৪০-৫০ টাকায় কিছুই হয় না। কিন্তু একটা ফুলের চারা লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। শহরে প্রায় ১০ থেকে ১৫ জন ভ্রাম্যমান ফুল গাছ ব্যবসায়ী প্রতিদিন এ সমস্ত ফুল গাছ বিক্রি করে সাবলম্বী হচ্ছেন বলেও জানান।