সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

বর্তমান প্রজন্মে শিক্ষার্থীদের বৈশিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-ড. জহিরুল হক শাকিল

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক শাকিল বলেছেন, বর্তমানে বিশ^ায়নের যুগ চলছে। এজন্য ইন্টারন্যাশনাল শেয়ারিং হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে না পারলে তারা বৈশিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

তিনি আরো বলেন, আমাদের এই বর্তমান প্রজন্মে শিক্ষার্থীদের বৈশিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য প্রয়োজন সৃজনশীল মনোভাব। সবাইকে সৃশনশীলতার সাথে শিক্ষা অর্জন করতে হবে। বৃত্তি মেধা বিকাশের একটি অন্যতম হাতিয়ার। কে বৃত্তি পেল আর কে পেল না সে হিসাব না করে সবাইকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

তিনি শামসুর রহমান বৃত্তির প্রশংসা করে বলেন, গত ২৬ বছর ধরে বৃত্তিটি পরিচালিত হয়ে আসছে। সিলেটের শিক্ষার উন্নয়নে এই বৃত্তিটি ভূমিকা রাখছে। তিনি এই কার্যক্রমের সাথে সংশ্লীষ্টদের ধন্যবাদ জানান।

তিনি শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে শামসুর রহমান ফাউন্ডেশন আয়োজিত জুনিয়র ও প্রাথমিক বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও নাট্যকার আফজল হোসেন এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হাই কোর্টের আইনজীবি ব্যারিস্টার মো. ফয়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও লেখক আ.ফ.ম সাঈদ, কবি ও প্রকাশক নাজমুল হক নাজু, ছড়াকার ও প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল।
অনুষ্ঠানের শরুতে স্বাগত বক্তব্য রাখেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোগলাবাজার সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন শিহাব।

উল্লেখ্য, এবারের ২৬ তম বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২৬১২ জন অংশগ্রহণ করেন। তার মধ্য থেকে ২৮৮ জনকে বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.