সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহবান -ওসি তাজুল ইসলাম (পিপিএম)

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা::জৈন্তাপুর উপজেলার মানুষের নিরাপত্তা সহ সীমান্ত জনপদ এই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী নিষ্টার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।

স্থানীয় কিছু সাংবাদিক সহ সচেতন নাগরিকদের প্রতি মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পুলিশ বাহিনী-কে সহযোগিতার আহবান জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ।

১০ ফেব্রুয়ারি শনিবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক, বিভিন্ন অনলাইন ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত বিষয়ক এক প্রেস-ব্রিফিংএ তিনি এসব কথা বলেন। তিনি জানান, জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স, টিম সম্মিলিত ভাবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাণপন চেষ্টা এবং সীমান্তে চোরাচালান বিরোধী চলমান অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা চোরাই পন্য নিয়মিত আটক করা হচ্ছে। সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রেস-ব্রিফিং কালে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া,পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এসআই মহিবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং-য়ে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য সালমান শাহ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক দিনরাত পত্রিকার প্রতিনিধি সোহেল আহমদ, দৈনিক আলোকিত সিলেটের ফটোগ্রাফার হোসেন আহমদ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি উপজেলায় আলোচিত প্রবাসী’র গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি হওয়া গরু উদ্বার সহ সীমান্তে চোরাচালান বিরোধী এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান জোরধার করার আহবান জানান।

সড়ক দুঘটনায় ৪ জন তরুন ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় জৈন্তাপুর হাসপাতালে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ টিম জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স-কে ধন্যবাদ জানানো হয় । মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যে কোন ঘটনার বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করতে সাংবাদিক নেতারা সহকর্মীদের প্রতি আহবান জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে জৈন্তাপুরের অতীত-ঐতিহ্য আত্মমর্যাদা ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ভারতীয় তীর-জুয়া খেলা বন্ধ, মাদক নিয়ন্ত্রনে পুলিশের টহল জোরদার করতে এবং সরকারি জায়গা থেকে গভীর গর্ত করে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সিলেট তামাবিল সড়কের হরিপুর, দরবস্ত চিকনাগুল, রাংপানি বাংলা বাজার সহ উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় যানজট নিরসনে ব্যাটারী চালিত টমটম ও সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ এবং দরবস্ত বাজার সহ উপজেলা সদরের কয়েক’টি চিহৃিত স্থানে নিয়মিত মাদক বিরোধী অভিযান করতে পুলিশের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.