সিলেটপোস্ট ডেস্ক::মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে চৌহাট্রাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, কার্যকরী কমিটির সদস্য রনজিৎ কুমার সিংহ, ক্লাব সদস্য মোহাম্মদ মহসীন, অপূর্ব শর্মা, শংকর দাস, সুব্রত দাস, পিংকু ধর, দিব্য জ্যোতি সী, আশরাফ আহমদ, মিজানুর রহমান, মো. শাকিলুজ্জামান, জয়ন্ত কুমার দাস।