সিলেটপোস্ট ডেস্ক::আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট এর একক ছাত্র সংগঠন আল-মাহফুয ছাত্র সংসদের উদ্যোগে ১৪৪৫ হিজরী ২০২৩/২০২৪ খ্রীস্টাব্দের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও হিফয সমাপনী সবক অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) জামেয়ার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সামাদ আল আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাহফুজুর রহমান হোসাইনি।
তিনি তার বক্তব্যে সংবর্ধিত ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় জামিয়ার হিফয বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা রাফি মুস্তফার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমপুর জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আবুল হোসেন, আয়মান’স ডাইন’র পরিচালক হেলাল উদ্দিন, ফেইথ এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা ওমর ফারুক, মাস্টার রিয়াজ উদ্দিন, মাওলানা মোস্তফা আহমদ সোহান, হাফিজ মাওলানা কাওছার আহমদ সহ প্রমুখ।