পরিক্ষীৎ চৌধুরী:তোমাকে ভালোবাসার কথা আমায় কেউ শিখিয়ে দেয়নি,
প্রতিদিন সূর্যপ্রণাম করার মতোন
তোমার প্রশস্তিমিশ্রিত মন্ত্র আমি কোন গ্রন্থে শিখিনি,
তোমাকে নৈবেদ্য দিবো বলে
কোন ফুলকে করিনি বৃন্তচ্যূত।
কিন্তু তোমাকে ভালোবাসার কোন অন্ত আমার নেই
তোমাকে শিয়রে তুলে রাখার চেয়ে বড় কোন আরাধ্য আমার নেই।
পৃথিবীর সকল বৃক্ষের দোলনায়
দোলায়মান সকল পুষ্প
তোমার চরণে নতজানু হয়ে প্রণতি জানায় প্রতিদিন।
কারণ, ওরা জানে আমি তোমাকে ভালোবাসি।
তোমার জন্য যারা বুক পেতে দিয়েছিলো ঘাতক বুলেটের সামনে,
তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলো যে
তোমাকে ভালোবাসার মতোন বড় কোন প্রেমকাহিনী
পৃথিবীতে কোনদিনও জন্ম নিবে না
তাদেরকেও গোপনে কেউ বলে দেয়নি, ‘যাও, রক্ত দিয়ে ভালোবাসার কথা বলে আসো।‘
ওরা তোমাকে ভালোবেসেছিলো সহজাত প্রবৃত্তি থেকে।
কবিতায় তোমাকে ভালোবাসার কথা বলে যাই-
আমাকে তাও কেউ শিখিয়ে দেয়নি,
কারণ, আমি তোমাকে ভালোবাসি।
বৃক্ষের শেকড় যেমন ভালোবাসে মৃত্তিকা,
পাখিদের ডানাগুলো যেমন ভালোবাসে বাতাসের গন্ধ
আমিও তেমনি ভালোবাসি তোমাকে-
আ-মরি বাংলা ভাষা।