সংবাদ শিরোনাম
বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «  

প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দেশীয় সংস্কৃতি লালন করতে হবে  -জেলা প্রশাসক

সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, এক সময় ডিজিটিাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজকের সফল হয়েছে। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি।স্মা

র্টফোন ব্যবহারের মাধ্যমে বিশে^র অনেক কিছু জানতে পারছি। যেগুলো এক সময় স্বপ্ন ছিল। আমরা উন্নত দেশের কাতারে পৌছাব এবং স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত হিসেবে উপস্থাপন করব। উন্নত দেশের সাথে তালমিলিয়ে আমরা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ব। সেটি করার পূর্বে আমাদের যেটি বেশি জরুরী, তা হচ্ছে আমাদের সন্তানদের দেশীয় কৃষ্টি-কালচার ও আচার-আচরণ শিখানো। তাই প্রত্যেক অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে কোমলমতি শিশুদের দেশীয় কৃষ্টি-কালচার, সামাজিক আচার-আচরণ ও আদব কায়দায় সন্তানদের মানুষ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের সুশিক্ষা, কৃষ্টি-কালচার ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যেক অভিভাবককে এগিয়ে আসতে হবে।

গতকাল (২৮ ফেব্রুয়ারী বুধবার) সিলেট নগরীর নয়াসড়কস্থ দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের অনুষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে অত্র স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এম. হোসেন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য প্রফেসর এ.এন.এ.এ. মাহবুব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী, জামিল আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসেন মো. আল জুনায়েদ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা নাফেলা জহির চৌধুরী, শিক্ষক মো. হাফিজুল ইসলাম, শিক্ষার্থী আফ্রিদা রাইসা, ফাহমিদা বাবুল ও তাজরিয়ান হাবিব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাইজ মিয়া, রবীন্দ্র সঙ্গীত পরিবেশনায় স্বস্তিকা দে, কবিতা আবৃত্তি করে ওয়ারিসা আদিবা ও কোর্ডিনেটর ছিলেন ক্রীড়া শিক্ষক মতিউর রহমান। নৃত্য পরিবেশনা করে একদল ক্ষূদে শিক্ষার্থী। এছাড়া শিক্ষক-অভিভাবক, কর্মকতা-কর্মচারীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিভাবকগন ও অতিথি পর্বে খেলায় অংশগ্রহন করেন এবং পুরস্কার গ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.