সিলেটপোস্ট ডেস্ক::গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী এমপিকে অভিনন্দন জানিয়ে গতকাল (২ মার্চ বিকেলে) সিলেট নগরীতে আনন্দ মিছিল বের করেছে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মিছিলটি সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্বীনব্রিজ ম্যুরে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সদস্য মাধুরী গুন, সাজেদা পারভীন সহ বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।