সিলেটপোস্ট ডেস্ক::সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, রমদ্বান সংযমের মাস, এই মাসে রোযা পালনের মাধ্যমে আমরা ধৈর্যের পরিক্ষা দিয়ে থাকি। আমরা যদি একে অন্যের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ি তাহলে আমাদের রোযা পালন বৃথা হয়ে যাবে।
তিনি শুক্রবার (১৫ মার্চ) বাদ জুম্মা আধুনিক সমাজ কল্যাণ সংস্থা মুন্সিরবাজার ও দক্ষিণ সুরমার দাউদপুরে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত পবিত্র রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠান দুটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবী হাজী ফারুক আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, আব্দুল বাসিত রানা, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, বশির মিয়া, হাজী হিরা মিয়া। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল চৌধুরী জিলাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হীরণ, শেখ আব্দুল হাফিজ, সুমন আহমদ, সিলেট জেলা যুবলীগের সদস্য সাঈদুল ইসলাম খান প্রমুখ।
এর আগে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমার লালারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম’আর নামায আদায় করেন এবং মসজিদের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এদিন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার করেন।