সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ তাঁতী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ এর সভাপতিত্বে ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ এবং মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মো: আবুল হাসনাত বুলবুল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা জজ আদালতের জিপি, সিনিয়র আইনজীবী মো. রাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। এছাড়াও জেলা ও মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।