বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ক্রাইমজুন হিসাবে ক্ষেত ৪নং দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা- দৌলতপুর গ্রামে ডাকতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।শনিবার (৩১মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র শামিম মিয়া (৩৩), ইনাতগঞ্জ ইউনিয়নের তৈয়ব উল্লার পুত্র আরজান মিয়া (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী দিকনির্দেশনায় ও এসআই মামুনের নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী গ্রেফতারকৃত গরু চোরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।