সিলেট মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৪, ৪:৫৮ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। রাজনৈতিক প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো গৃহবন্দী অবস্থায় আছেন। কারাবন্দি আবস্থায় আছেন দলের হাজার হাজার নেতাকর্মী, গুম ও খুন এবং পঙ্গু অবস্থায় আছেন দলের ত্যাগী নেতারা। এতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঈদের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে। শুধু তাই নয়, নিত্যপণ্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের অধিকাংশ পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদুল ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি।
ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে সমাজের অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সামর্থবানদের প্রতি আহবান জানান তারা।