সিলেটপোস্ট ডেস্ক::আমেরিকা এম্বেসির সাবেক ভিসা কর্মকর্তা মুহিবুল ইসলাম মাসুমকে জেলা ফুল ব্যবসায়ী সমিতির সংবর্ধনা পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত ৮টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে তাকে সবংর্ধনা প্রধান করা হয়।
জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ উজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
সবংর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, প্রচার সম্পাদক সুমন আহমদ রাজন, সহ অর্থ সম্পাদক সালেহ আহমদ, সমাজ সেবা সম্পাদক মিলাদ চৌধুরী, মসিহুজ্জামান চৌধুরী সাহিন, রাজন তালুকদার, আবু সায়েম, নাহিদ চৌধুরী, নিপন সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের বিদেশ ভ্রমন ও বিদেশে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য কীভাবে যোগ্যতা অর্জন করা যায় উক্ত বিষয়ে মুহিবুল ইসলাম মাসুম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সচেতনতা তৈরি করেছেন তা সিলেটের ব্যবসায়ীদের কাছে অবিস্বরণীয় হয়ে থাকবে।