সিলেটপোস্ট ডেস্ক::ওসমানীনগরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিন ব্যাপি দুটি ইউনিয়ন এর ৬০ জন কৃষকদের ওসমানীনগর উপজেলার কৃষি অফিস এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হল রুমে দিন ব্যাপী (নন-গ্রুপ) কৃষক দের প্রশিক্ষণ এ-র আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিলেট অতিরিক্ত উপপরিচালক আনিছুজ্জামান,অতিরিক্ত উপপরিচালক কৃষি,দেবল সরকার অতিরিক্ত উপপরিচালক শস্য্য বিভাগের উপপরিচালক দিন ব্যাপী প্রশিক্ষণ দেন।
উপপরিচালক রা কৃষক প্রশিক্ষণ পরিদর্শনের পাশাপাশি গ্রামীণ কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সফলতার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং ওসমানীনগর উপজেলায় প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের মধ্যেন্য ভুজের বিরতি দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে জনপ্রতি ৬৫০ টাক ভাতা প্রধান করা হয়।
এতে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কৃষি অফিসার ছাইমা নাজনীন, কৃষি অফিসার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা,আরিফ রব্বানী, হৃদয় চন্দ্র ঘোষ,উপ সহকারী কৃষি কর্মকর্তা, উসমানপুর ইউনিয়ন পল্লব দেবনাথ, প্রমূখ।