সিলেটপোস্ট ডেস্ক::খেলাফত মজলিসের সহযোগি সংগঠন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত মহিলা সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা মিসেস সুরাইয়া খন্দকার বলেন, নারীর ক্ষমতায়নের নামে সামাজিক অশ্লীলতা বেহায়াপনা মেনে নেওয়া হবে না। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহনসহ সকল সেক্টরে নারীদের জন্য পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নারীর প্রকৃত অধিকার একমাত্র ইসলামী অনুশাসন মেনে চলার মধ্যেই নিশ্চিত করা সম্ভব। সুতরাং সমাজের সর্বস্তরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করতে হলে নারীদেরকে অবশ্যই হিজাব সহ ইসলামের সকল অনুশাসন মেনে চলতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাদ মাগরিব নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহিলা মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভানেত্রী শাহানাজ বেগম চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদিকা আবেদা খানম পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে সাউন্ড সিস্টেম মাধ্যমে উদ্বোধনী বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। মহাগ্রন্থ আলকোরানের দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম।
সমাবেশে মহিলা মজলিস সিলেট মহানগর শাখার পূনঃগঠন কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় অফিস সম্পাদিকা মিসেস সুরাইয়া খন্দকার।
নবগঠিত মহিলা মজলিস সিলেট মহানগরী শাখার দায়িত্বশীলবৃন্দ হলেন-উপদেষ্টা মন্ডলী সৈয়দা সুরাইয়া খাতুন, মোতমাইন্না বেগম হাদিয়া, জামিলা বেগম চৌধুরী, তাহমিনা ইসলাম, ইসমত আরা রহমান, সভানেত্রী শাহনাজ বেগম চৌধুরী, সহ-সভানেত্রী সালমা জাহান, দিলরুবা আক্তার, সাধারণ সম্পাদিকা আবেদা খানম পারভীন, সহ-সাধারণ সম্পাদিকা রহিমা বেগম, সাংগঠনিক সম্পাদিকা মমতাজ সুলতানা লুবনা, বায়তুলমাল সম্পাদিকা সেলিনা মাসুদ, সমাজকল্যাণ সম্পাদিকা মাজিদা আক্তার, নির্বাহী সদস্য রাজিফার সুলতানা, ওয়াহিবা বেগম, সৈয়দা সজিনা বেগম, সাহারা বেগম, তাকরিমা আক্তার কারিমা, সৈয়দা তামান্না হক, দিলারা আফরোজ সাজু, শামীমা আক্তার, শাকেরা তাবাসসুম, মারজানা বেগম চৌধুরী, তামান্না তারাহহুম, ফাতেরা বুলবুল বাপ্পি, নাজনীন আক্তার।
সমাবেশের সমাপনী অধিবেশনে সাউন্ড সিস্টেম মাধ্যমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক, সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।