সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সরকারী মহিলা কলেজ বাণিজ্যিক ভবন দোকান মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুল মুকিত চৌধুরী।
গৌতম লাল দত্ত এর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৬ সনের জন্য মো. শাহাবুদ্দীনকে সভাপতি ও মো. মজনু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ সভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গৌতম লাল দত্ত, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সদস্য সুহিল আহমদ, আরিফ উদ্দিন, রেহানা পারভীন, সায়েক আহমদ।
সভায় আব্দুল মুকিত চৌধুরী, আফতাব চৌধুরী ও নুরুল ইসলামকে নিয়ে ৩সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় বক্তারা সিলেট সরকারী মহিলা কলেজ বাণিজ্যিক ভবন দোকান মালিকদের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে ও ক্রেতা সাধারনের সার্বিক দিক বিবেচনায় আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটি সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।