ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ওসমানীনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি ওসমানীনগর উপজেলার সামগ্রীক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে নৈতিক সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক হারুন রশিদ, অর্থ-সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুয়েব আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জব আলী সাকিব, ফজলু মিয়া, জুয়েল আহমদ প্রমুখ। এর আগে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস। প্রসংগত গত ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থয়র কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন।