সংবাদ শিরোনাম
শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «  

সাবেক কেন্দ্রীয় নেতা দেবতোষ চৌধুরীর প্রয়ানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক সভা

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য, সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেবতোষ চৌধুরীর প্রয়ানে শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জয়ন্ত সেন দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্ডীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।

শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কবি রবিন্দ্রনাথ ঠাকুরের “তুমি রবে নীরবে” গানটি পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী প্রতিক এন্দ টনি। পরে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রয়াতের স্মৃতির প্রতি শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। শ্রদ্ধার্য পাঠ করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রয়াতের ছোট ভাই দেবাশীষ চৌধুরী সাগর।

শোকসভায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সাংগঠনিক ভিত রছনা করেন এডভোকেট দেবতোষ চৌধুরী। তিনি জেলা বারে সুনামের সাথে আইন পেশায় নিয়োযিত ছিলেন।

বক্তারা বলেন, এডভোকেট দেবতোষ চৌধুরী একজন দক্ষ পরিক্ষিত ও চৌকুস নেতা ছিলেন। তিনি নিরলসভাবে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদকে নেতৃত্ব দেন। তারা বলেন, মহানাম সেবক সংঘ সহ বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন দেবতোষ চৌধুরী। প্রবাস জীবনেও তিনি ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

শোক সভায় প্রয়াত নেতা দেবতোষ চৌধুরীর প্রয়ানে গভীর শোক জ্ঞাপন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিনিয়র আইনজীবী পি কে রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সভাপতি আশু রঞ্জুর দাস, ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত।

শোক প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস পুরকায়স্থ, সিনিয়র এডভোকেট প্রহল্লাদ চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সহ সভাপতি নিরমল কুমার সিনহা, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাবেক সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুম, ঐক্য পরিষদ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত, এডভোকেট তামিনুল ইসলাম খান, বিশ^নাথ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.