সিলেটপেস্ট ডেস্ক::জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ইউনিট প্রধান শ্যারিন ফিতজেরাল্ড। আজ মঙ্গলবার (০৭ মে) বেলা ৩টায় জেলা পরিষদ কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এটা ছিলো ঢাকার বাইরে শ্যারিন ফিতজেরাল্ড-এর প্রথম সফর।
জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান অতিথিকে স্বাগত জানিয়ে জেলা পরিষদ সিলেট-এর বিভিন্ন উন্নয়নমুলক ও সেবামুলক কাজের বর্ণনা করেন। বিশেষ করে সিলেটের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক-সামাজিক পরিবেশ তিনি তুলে ধরেন।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা পরিষদ সিলেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহসহ জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।