সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের বিশিষ্ট তরুন চিকিৎসক রাজনীতিবীদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান যুক্তরাজ্যের চেষ্টার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে ডায়াবেটিস ও এন্ড্রোকাইন বিশেষজ্ঞ হিসাবে এম.এস.সি ডিগ্রি অর্জন করেছেন।
ডা. শাকিল সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এস.এস.সি ও এইচ.এস.সি শেষ করে সিলেটের সুনামধ্যন নর্থইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এম.বি.বি.এস ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া’ও তিনি বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিস এর উপর ২০১৮ সালে সার্টিফাইড কোর্স সি.সি.ডি সম্পন্ন করেছেন। ডা. শাকিল উচ্চশিক্ষার্তে যুক্তরাজ্য যাওয়ার পূর্বে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনেস্থিসিয়োলজিষ্ট হিসাবে কর্মরত ছিলেন।
ডা. শাকিলের এই সাফল্যের বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন অভিনন্দন জানিয়েছেন।