সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের পূর্ব মিরাবাজার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একটি অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়ানি।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সরবরাহ করতে গিয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্সে গ্যাস দিতে নজেল লাগানো হয়। এসময় সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা তখন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক দৌড়াতে থাকেন। এসময় আগুনে সিএনজি ফিলিং স্টেশনটিতে পুরোপুরি পুড়ে। এতে সিলেট তামাবিল সড়কে যানবাহন চলাচল প্রায় ঘন্টাখানে বন্ধ ছিল।
খবর পেয়ে দমকল বাহিনীর ৩’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফিলিং স্টেশনের মালিক, ম্যানেজার কিংবা কর্মচারি কাউকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ বলেন, ‘খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই পাম্পে এরআগেও এই পাম্পে আগুন লেগে ৯ জন দগ্ধ হয়ে ৭ জন মারা যান।
এরআগে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকেবিরতি সিএনজি ফিলিং স্টেশনের জেনারেটর কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরিত হয়। এতে ওই কক্ষে আগুন লেগে নয়জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ম্যানেজারসহ সাতজন ওই স্টেশনে কাজ করতেন এবং দুইজন পথচারীও ছিলেন। তাদের মধ্যে সাতজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।