সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «   সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «  

সুমন কুমার দাশের অর্জন সিলেটের সাংবাদিকদের সম্মানিত করেছে-সিলেট জেলা প্রেসক্লাবের নেতারা 

সিলেটপোস্ট ডেস্ক::‘সুমন কুমার দাশের বড় পরিচয় তিনি একজন সাংবাদিক। তাই তাঁর সাফল্য স্বভাবতই সিলেটের সাংবাদিকদের প্রাণিত করেছে। তাঁর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে সিলেটের সাংবাদিকদের জন্য গৌরব বয়ে এনেছে।’

শনিবার (২৫ মে) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সুমন কুমার দাশের সংবর্ধনাসভায় বক্তারা এমন মন্তব্য করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হক।
তিনি বলেন, সিলেট লোকসাহিত্যের সমৃদ্ধ এক জনপদ। এ লোকজসম্পদের কারণে দেশ ও দেশের বাইরে সিলেটের অনন্য পরিচিতি রয়েছে। এ মাটির সন্তান হিসেবে সুমন কুমার দাশ এ পরিচয়কে আরও ব্যাপক পরিসরে মেলে ধরছেন। তাঁর নিষ্ঠা ও একাগ্রতার ফল হিসেবেই এ পুরস্কারপ্রাপ্তি।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক কালবেলা সিলেটের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব এডিটর মীর্জা সুহেল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য রনজিৎ কুমার সিংহ, মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন, আনিস মাহমুদ, এসএম রফিকুল ইসলাম সুজন, রজত কান্তি চক্রবর্তী,  মিসবাহ উদ্দীন আহমদ, শংকর দাস, সুব্রত দাস, মো. আলী আকবর চৌধুরী কোহিনূর, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, বাপ্পা মৈত্র, মৃণাল কান্তি দাস, অমিতা  সিনহা, ফয়জুল আহমদ, রাজীব রাসেল, সাকিব আল মামুন, পল্লব ভট্টাচার্য্য, এসএম মিজানুর রহমান, জয়ন্ত কুমার দাস, মো. শাকিলুজ্জামান, সাজলু লস্কর, কামরুল ইসলাম মাহি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.