সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «  

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

সিলেটপোস্ট ডেস্ক::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, কেন্দ্রীয় শহিদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সংক্ষিপ্ত শোভাযাত্রা করে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেন্দ্রীয় শহিদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এর আগে দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ডা. এ.এইচ.এম এনায়েত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশন সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে নেওয়া যেকোনো উদ্যোগে তাঁর আন্তরিক সহযোগিতার কামনা করা হয়। এরপর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ও বুদ্ধিজীবী স্মতিসৌধে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক সংক্ষিপ্ত সভা হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হুমায়ুন কবির জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, আহবায়ক শমসের রাসেল।
বক্তৃতায় তিনি বলেন, হাজার বছরের বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় প্রত্যয়ী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের নিয়ে গঠিত এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য নিবেদিত কর্মকর্তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপে সোচ্চার এবং কর্মচারীদের যৌক্তিক দাবির ক্ষেত্রেও সমান দায়িত্বশীল থাকবে। এই সংগঠন, মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থাশীল বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক ও মানবিক আন্দোলন সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে।
শ্রদ্ধা নিবেদনে অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক অঞ্জন দেবনাথ (সহকারী রেজিস্ট্রার), যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম চৌধুরী (সহকারী কলেজ পরিদর্শক), যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার (সহকারী পরিচালক, প.উ.), আহবায়ক কমিটির সদস্য, আতিক শাহরিয়ার ধ্রুব (সেকশন অফিসার), মো. আশরাফুল ইসলাম হিমেল (সেকশন অফিসার), আব্দুল মুনিম (প্রকিউরমেন্ট অফিসার), মো. মোশাররফ হোসেন (উপ-সহকারী প্রকৌশলী), রুহেল আলম (প্রশাসনিক কর্মকর্তা),  মো. রাশেদুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা),  নাফিস ইমতিয়াজ (প্রশাসনিক কর্মকর্তা), গৌতম চন্দ্র দে (প্রশাসনিক কর্মকর্তা), মো. শফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), মো. তৌফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), কাজী মাসুদ (প্রশাসনিক কর্মকর্তা), বুলবুল এ কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), মো. রহমত আলী (প্রশাসনিক কর্মকর্তা), মো. আবু মুসা (প্রশাসনিক কর্মকর্তা), মুমিনুর রহমান (প্রশাসনিক কর্মকর্তা), তামান্না ফিরোজী (প্রশাসনিক কর্মকর্তা), দেবশ্রী রানী দাস (প্রশাসনিক কর্মকর্তা), আলী ফজল মো. কাওছার (প্রশাসনিক কর্মকর্তা),  এনি সরকার (প্রশাসনিক  কর্মকর্তা), অনুপমা দাস (প্রশাসনিক কর্মকর্তা) প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এটি দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে কার্যক্রম চলছে। অফিসার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তাদের নিয়ে।
সিসিক মেয়রের অভিনন্দন : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার্স অ‍্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২৯ মে) রাতে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করের পাঠানো এক বার্তায় তিনি অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় মেয়র নবনির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.