সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির খাদ্য বিতরণ

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর জন্যই আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। রণাঙ্গনে তিনি বীর সেনানি ছিলেন। তাঁর ঘোষণায় বীর মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে দেশ স্বাধীন করেছিলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন কিছু বিপদগামী সেনাসদস্য আজ থেকে ৪৩ বৎসর আগে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করে। আমরা রুহের মাগফিরাত কামনা করি।

আজ শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির দুদিনের কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে স্হানীয় মারকাজু শায়খিল ইসলাম আল আমিন এতিমখানায় খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে মাদ্রাসার মোহতামিমের পরিচালনায় দোয়া করা হয়। দোয়ায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, নজিবুর রহমান নাজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আহব্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউল বারী খোরশেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছার খান, মহনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, বিএনপি নেতা আলী হায়দার মজনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ হারুন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, ১৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাহিয়ান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম আহমদ চৌঃ, ছালেক আহমদ, নজিম উদ্দীন,লিয়াকত আলী ইমন, রাসেল আহমদ, সাবেক ছাত্র দল নেতা রুজেল ইমাম।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.