সিলেটপোস্ট ডেস্ক::মহান মুক্তিযুদ্ধের চেতনাকে চির জাগ্রত রাখতে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার কার্যকরি পরিষদের সভায় এ আহবান জানানো হয়। মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহিদ সারওয়ার সবুজের পরিচালনায় গত শনিবার (১ জুন) রাতে নগরীর হোটেল গুলশানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র ঈদুল আযহার পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ও শহীদ জননী জাহানারা ইমামের ঢাকাস্থ মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা সহ তৈরী করা সাব কমিটি বাস্তবায়ন করা হবে ৷
সভায় সিলেট মহানগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুব্রত চক্রবর্তী জুয়েলের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এছাড়া এডভোকেট মোঃ জাহিদ সারওয়ার সবুজকে হোয়াটস অ্যাপ গ্রæপের এডমিন করে এডমিন দ্ধারা হোয়াটস অ্যাপ গ্রæপ পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
কার্যকরী পরিষদের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল কাদির, সাদিকুর রহমান সাদিক, সিনিয়র কার্যনির্বাহী সদস্য খন্দকার মহসিন কামরান, যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দাস (ধ্রব গৌতম), মোঃ ছয়েফ খান, সাংগঠনিক সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, নুরুল হুদা চৌধুরী কয়েছ, কোষাধ্যক্ষ মোঃ মানিক মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কালাম আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সামাজিক যোগাযোগ আইসিটি সম্পাদক বদরুল ইসলাম বদরু, কার্যনির্বাহী সদস্য মোঃ জালাল উদ্দিন শাবুল, এডভোকেট আব্দুল মতিন, গোলাম মৌলা চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, পিংকু আব্দুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক মোঃ তজমুল হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম জুয়েল, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট দিদার আহমদ, মোঃ নুরুজ্জামান জুয়েল, এম রশিদ আহমদ, একে এম মাহমুদুল হাসান সানি, মোহন আহমদ প্রমুখ।