সিলেটপোস্ট ডেস্ক::অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সবার সাধ্যানুযায়ী তাদের পাশে দাঁড়ানো দরকার। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি, তাহলে অসহায় মানুষের কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হবে ।
সমাজ উন্নয়নমুলক সংগঠন চেতনা যুব পরিষদের সাধারণ সভায় বক্তারা একথা বলেন। পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবী জুলকার নায়েনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিবের পরিচালনায় গত শনিবার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, এডভোকেট আব্দুল মুকিত অপি, সহ সভাপতি রোটারিয়ান মোঃ আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক এইচ এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমত ইবনে ইসহাক সানজিদ, কবি কামাল আহমদ, এডভোকেট সাজ্জাদুর রহমান, মাওলানা আমিন উদ্দিন, মিজানুর রহমান, এম এম শফিকুর রহমান, আব্দুর রাজ্জাক, দুলাল আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।
সভায় আগামী ঈদুল আযহায় চেতনা যুব পরিষদের পক্ষ থেকে গরু কোনবানির সিদ্ধান্ত নেয়া হয় এবং সভায় দীর্ঘদিন আমেরিকা, কানাডা, লন্ডন সফর ও সৌদি আরবে উমরা সম্পন্ন করে দেশে আসলে পরিষদের সভাপতি জুলকার নায়েনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।