সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস্ কম্যুনিটি ব্যাকলগ কমিয়ে দ্রত ভিসা ইন্টারভিউ আয়োজনের দাবি

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশি পরিবার সদস্যদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ইউএসএ ইমিগ্রেশন ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফ্রম বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে

গত শুক্রবার ৭ জুন এক পুর্নমিলনী ও আলোচনা সভা সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এডমিন প্যানেল সদস্য নেহাল হাসনাইনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিআইপি এবং বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। প্যানেল সদস্য মহিউজ্জামানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ মডারেটর সৈয়দ মন্জুরুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডারেটর ফাতেহা শিরীন, কমল সিদ্দিকি, কে. এম শফিকুল ইসলাম, মাহবুব রেজওয়ান, সদস্য জাহিন ইসবাত চৌধুরী, মো: আশরাফুল হক, ম্যাডগ্রিল ও মিটআপ স্বত্ত¡াধিকারী শাহীরাজ চৌধুরী, নিউ পান্না ডিজিটাল ফটো স্টূডিও’র স্বত্ত¡াধিকারি গৌতম দত্ত প্রমুখ। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হন এডমিন মো: মিনহাজ উদ্দিন । প্রধান অতিথি জনাব মাহি উদ্দিন আহমদ সেলিম সোস্যাল মিডিয়া ভিত্তিক ইমিগ্রেন্ট ভিসা গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষকীতে সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সেবামুলক এরকম গ্রৃুপের প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি সাধুবাদ জানান। তিনি পরস্পরের সহযোগিতায় পরিচালিত কার্যক্রম কখনো বিফল হয়না এবং এধরনের প্লাটফরম সকল সেক্টরে তৈরি করা প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি আমেরিকায় গিয়ে সেখানকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সকলকে ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করেন।

উপস্থিত সদস্যরা গ্রুপের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমেরিকা ভিসা প্রসেস প্রক্রিয়া দ্রæত ও সঠিকভাবে সম্পন্ন করায় সহায়ক হিসাবে কাজ করছে বিধায় উক্ত গ্রুপের এডমিন ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় দীর্ঘ দুই বৎসরের কোভিড-১৯ জনিত কারনে সৃষ্ট ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। এডমিন প্যানেল সদস্যরা এবিষয়ে দৃষ্টি আকর্ষনের জন্য স্টেট ডিপার্টমেন্ট ও দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেন।

তাছাড়া পিটিশানারদের নিয়মিত ইউ এস কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করে এবিষয়ে সৃষ্ঠ সমস্যার কথা জানানোর জন্য অনুরোধ করেন। উক্ত সভায় ফ্যামেলি বেইসড ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ‘ইউএসএস ইমিগ্রেশন ভিসা পেন্ডিং কেস হোল্ডারস ফরম বাংলাদেশ’-এর এডমিন মো: মিনহাজ উদ্দিন, মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরী, মাহবুব রেজওয়ান এবং কমল সিদ্দিকি।

আলোচকরা যথাসময়ে বিড়ম্বনা ছাড়া ভিসা পেতে আবেদনকারীদের ইউ.এস.সি.আই.এস-এর গাইডলাইন অনুযায়ী যাবতীয় প্রসেসিং যতটা সম্ভব নিজে সম্পন্ন করা এবং মিথ্যা তথ্য প্রদান ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে এম্প্লয়মেন্ট বেইসড ইমিগ্রেশন ভিসা ইবি-৩ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জি. এম. এন এর ডাইরেক্টর ও কান্ট্রি ম্যানেজার রাসেল মাহবুব। অনুষ্ঠানে প্রধান অতিথিকে নিয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভার কো-স্পন্সর হিসাবে ছিল, জি এম এন, ম্যাডগ্রিল, মিটআপ, হোটেল বøসম হোটেল লিমিটেড, ইমিকেয়ার ও নিউ পান্না ডিজিটাল ফটো স্টুডিও সিলেট।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.