সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
আজ সোমবার (১০ জুন) এক শোকবার্তায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও আহতদের সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, টানা বর্ষণে পাহাড় ধসে সোমবার (১০ জুন) ভোর ৬টায় চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসায় মাটিচাপা পড়েন একই পরিবারের মোট নয় জন। এসময় ছয় জন বেরিয়ে আসতে পারলেও আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২) মাটিচাপায় প্রাণ হারান।-