সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম মহাসচিব মুফতি মাওলানা একেএম মনোওর আলী ছাহেবের মাতা গতকাল (৯ জুন, ২০২৪) রবিবার, সকাল ১০ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বাদ আসর স্থানীয় আল মদীনা দাখিল মাদরাসা মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন তার পুত্র মুফতি মাওলানা একেএম মনোওর আলী এবং জানাযা শেষে দুআ করেন পীরও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) -এর নাতি মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী।
এ সময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, প্রাইম ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ তাজ উদ্দিন, তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সিলেট জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক মাওলানা মনির উদ্দীন, কামাল বাজার ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সদস্য এম.শামছ উদ্দীন, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি হাবিবুর রহমান, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসেন সামাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সূফী নগর দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফতি আব্দুস সালাম, সহ সুপার মাওলানা সাদিকুর রহমান অলংকারী, পনাউল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আবদুল কাদির, আল মদীনা দাখিল মাদরাসার সুপার মাওলানা নজরুল ইসলাম, প্রমুখ।
তালামীযে ইসলামিয়ার শোক:
আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব মুফতি মাওলানা একেএম মনোওর আলী ছাহেবের মাতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমা দ্বীনের খেদমতে তাঁর উত্তরাধিকারদের রেখে গেছেন। আলিম-উলামাদের তিনি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করতেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করেন।